মোঃ তাহির হোসেন
মানুষ কেন যে বলে তোমাদের নিজস্ব নাই কিছু
আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু
বাপের ঘরে রাজকন্যা তুমি,
স্বামীর ঘরের লক্ষী বউ,
ছেলের ঘরে জননী তুমি,
তাইতো তোমায় ভুলিতে পারে না কেউ।
তোমার থেকে আপনার আর কে হতে পারে—-
বাপের ঘরকে ছেলে যখন পরকে আপন ভাবো আগে।
কত কষ্ট সহ্য করো তুমি পরের ঘরে—
পুরুষতান্ত্রিক সমাজ তবুও পুরুষকেই বড় করে।।
মনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে
Leave a Reply