মহুয়া সমাদ্দার
ধার দেনা আর রাখিনি মনেতে কিছু
তবুও কেমন হয়ে গেছি দেখো ঋণী !
শাল পিয়াল তো কাছেই ছিল আমার
তবুও মনেতে থেকে গেছে দারুচিনি ।
লাভ ক্ষতিটা যদি বলো জানা নেই
দেখার ছলে ছুঁয়ে দেখবোই , নিঃশেষ
হিংসা নয় গো , হারিয়ে ফেলার ভয়
তবুও দেখো ভাবনাতে বিদ্বেষ ।
সকাল যদিও পায়নি পথের খোঁজ
থেকে থেকে তাই হয়ে গেছি দিশেহারা
আজও আমি শুধু তোমার পথেই চেয়ে
হয়তো ফিরেছে এসেছিল পথে যারা !
বাঁচে না সময়, বেঁচে থাকে জটিলতা
গোটা জীবনেই খুঁজে চলা আশ্রয়
নিজেকে পুড়িয়ে জ্বালায় যারা আলো
সত্যি জিতেছো ? নাকি সে পরাজয় ?
Leave a Reply