বিশেষ প্রতিনিধিঃ
কালিগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়ন এর একজন অন্যতম সমাজসেবী ও জনপ্রিয় একজন মানুষ আব্দুল কুদ্দুস(সাহেব)তিনি শিশু কাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ এর বিভিন্ন সংগঠন কে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস কাজ করে গেছেন এবং বর্তমান এ ও জাচ্ছেন।বাংলাদেশ ছাত্র লীগ নলতা ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি,পিতার আদর্শের আরেক সৈনিক তার সন্তান সাহস গাজী, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।আব্দুল কুদ্দুস (সাহেব)তার নিজ হাতে অসংখ্য মুজিব সৈনিক তৈরি করেছেন এবং বর্তমানেও করে জাচ্ছেন।তার প্রধান লক্ষ অসহায় জনগনের পাশে দাড়ানো।সরকারী সকল সেবা জনগনের বাড়িতে পৌছে দিবেন বলেন তিনি,এছাড়া মাননিয় প্রধান মন্ত্রীর সপ্ন প্রতিটা গ্রাম হবে শহর এ বিষয়ে তিনি কাজ করতে চান।দূর্নিতি ও মাদক মুক্ত সোনার বাংলা গড়ার জন্য ও তিনি কাজ করতে চান।তাই আসন্ন নির্বাচন এ চিয়ারম্যান পদে দোয়া প্রার্থী তিনি।এ বিষয়ে ভাড়াশিমলা ইউনিয়ন বাসি তার সাথে নিরলস ভাবে কাজ করে জাচ্ছেন।সকল কে সাথে নিয়ে জাবেন বহুদূর তিনি।জনগণের সেবা করার জন্য সকলের দোয়া ভালোবাসা চান তিনি।তিনি তার নিজ এলাকা ভাড়াশিমলা সহ দেশ বাসীর সুসাস্থ কামনা করেন।
Leave a Reply