শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

বৃহষ্পতির আড্ডায় ২৭.০১.২০২১ অনুষ্ঠিত ১ম ব্যতিক্রমি কবিতা সন্ধ্যা’র ধারাবিবরণী

বৃহষ্পতির আড্ডায় ২৭.০১.২০২১ অনুষ্ঠিত ১ম ব্যতিক্রমি কবিতা সন্ধ্যা’র ধারাবিবরণী

সরকার মাহবুব

গতকাল ২৭ জানুয়ারী ২০২১ ∆ বৃহষ্পতির আড্ডায় ব্যতিক্রমি এক কবিতা সন্ধ্যা’র আয়োজন করা হয়। বাংলা কবিতার খ্যাতিমান ৩ জন কবি’র কবিতা আগেই পোস্ট দেয়া হয়। স্বকন্ঠে কবিরা তাদের কবিতা পড়ে শোনান এরপর অনুষ্ঠিত হয় বিশদ আলোচনা।
গতকালের ৩ জন কবি ছিলেন – (১) কবি সৌমিত বসু, (২) কবি নাহার আহমেদ, (৩) কবি শাহীন রেজা।
মূল আলোচক ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি – কবি নাসির আহমেদ। তিনি তার বিস্তারিত আলোচনায় এ ৩ জন কবি’র কবিতা নিয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলা কবিতার গতি প্রকৃতি নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সক্রিয় অংশ নিয়েছেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি
সরকার মাহবুব, কবি রোকেয়া ইসলাম, কবি সন্দিপক, কবি রেখা রায়, কবি নূর কামরুন নাহার, কবি নীলুফার ইয়াসমিন, কবি ঝুম্পা ব্যানার্জী।
আজ বাংলাদেশ সময় রাত ৮.০০ যথারীতি ২ য় দিনের মতো অনুষ্ঠিত হবে ভিন্ন অপর ৩ কবি’র কবিতা পাঠ ও আলোচনা। আপনারা আমন্ত্রিত।
অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনায় ছিলাম আমি সরকার মাহবুব।।
___________________
২৮ জানুয়ারী ২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD