রুদ্র অয়ন
ভোরের রবি হেসে ওঠতেই
দূর হয় আঁধার কণা,
সোনা রোদ্দুর ঝলমলিয়ে
আঁকে আলোর আলপনা।
শুকনো পাতা ঝরার বেলায়
শুধালেম তারে আমি যবে,
যাচ্ছো যে হে বড় অবেলায়
ফিরবে আবার তুমি কবে?
বিদায় কালে যাবার বেলায়
শুকনো পাতারা হেসে কয়,
যেখানেই তুমি দেখবে শেষ
জেনো সেখানেই শুরু হয়।
Leave a Reply