সাবরীন জেরীন:
সুনামগঞ্জে ধর্ষণ ও অপহরণের পৃথক ৪ মামলার রায় দিয়েছেন আদালত। সোমবার (৪ জানুয়ারি) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
এ সময় অপহরণ মামলায় ৪ জনের ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং তিনটি ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
ধর্ষণ মামলায় যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলায় জগদল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল বাতির (২৮), ছাতক পৌরসভার গনক্ষাই গ্রামের মৃত কানু বিশ্বাসের ছেলে কাঞ্চন বিশ্বাস (৩৫) ও জগন্নাথপুর উপজেলায় শ্রীধরপাশা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে সুমন মিয়া (২২)।
এদিকে অপহরণ মামলায় সাজাপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জালাল উদ্দিন (২২) (পলাতক), হেলাল উদ্দিন (২০), আবু রায়হানের ছেলে সাজল মিয়া (২৪) ও সইফুর রহমানের ছেলে অজুদ মিয়াকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দেন এবং জরিমানার টাকাগুলো ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, একটি অপহরণ মামলাসহ ৩টি ধর্ষণ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ের মাধ্যমে ৩টি ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন এবং ১ লাখ টাকা জরিমানা এবং ১টি অপহরণ মামলায় ৪ জনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply