সুলতানা ফিরদৌসী।।
যখন বাতাসের বেগে নেমে আসুক বৃষ্টির জল।
ছুঁয়ে যাক সপ্ন হৃদয়ের নরম জমিতে।
কখনও চোখ জুড়ে পাখির পাখায় শক্ত শিকল।
বেদনার অগোচরে হারানো প্রথম ভালবাসার
ইচ্ছা।আমাদের আকাশ জুড়ে রক্তাক্ত দেহ উদ্ধার।
অবচেতন মন বলে সে খুব সুন্দর আর আমাদের
বাতাসের বেগ নিয়ে যাবে অস্তিত্বের ঠিকানায়।
অবশেষ এ দেখা হোক তোমার আমার……
Leave a Reply