মোঃ মহসিন মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরিয়তপুর জেলায় গোসাইরহাট উপজেলায় কোদালপুর ইউনিয়নের (২)নং ওয়ার্ডের মিছির আলী মোল্যা পাড়া গ্রামে, ইয়াকুব মোল্যা (৩৫) বাড়িতে আগুনে পুরে শেষ হয়ে যায় সব কিছু।
বৃহস্পতিবার (২৬-১১-২০২০) রাত আনুমানিক ১০.২০টা সময় অগ্নিকান্ড দেখা যায়। দেখা গেলে এলাকাবাসী অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করতে সময় লেগে ১.২০ মিনিট যায়।
ঘটনা স্থলে গিয়ে যানা যায় যে, নূর মোহাম্মদ দেওয়ান (৫৫) এর রান্নাঘর থেকে অগ্নিকান্ডে উৎপত্তি হয়। রান্নাঘরে শুকনো লাকড়ি থাকার কারনে অগ্নিকান্ড বৃদ্ধি পেয়ে পাশে থাকা ইয়াকুর মোল্যা (৩৫) কারনে ১টি বসত বাড়ি,নগদ ৫০,০০০ টাকা, ৪ টি রান্না ঘর, ২টি ছাগল, ২ টি ফোন যার ভিতরে ৪ টি সিম ছিল বিকাশ করা, ১ টি স্টিলের আলমারি,জমির দলিল সহ ঘরে থাকা সকল আসবাতপত্র পুরে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়।
ঘটনা স্থলে খবর পেয়ে পরিদর্শন করতে আসে রাতের টলহ ডিউটিতে থাকা পুলিশ তোফাজ্জল ও অন্যান্ন পুলিশ ছিলেন। পুলিশের কাছে ইয়াকুব মোল্যা লিখিত অভিযোগ করেন আমার থাকার ঘড় সহ আমার সকল কিছু পুরে শেষ হয়ে গেছে। যে ভাবে আগুন জ্বালেছিল যদি আমরা ঘুমিয়ে যেতাম তা সবাই আমার মারা যেতাম। আল্লাহর অশেষ রহমত আমরা ঘুমাইনি। তাই নিজের জান নিয়ে বেড় হতে পেরেছি।
Leave a Reply