মোল্যা রেজাউল করিম।।
ঐ মেঘের নীলিমায় রক্তিম পাপড়ি যেন তোমার রাঙা ঠোঁট
ঐ দিগন্তে অপলক চোখ রেখে হাঁটতেই তো খেয়েছি হোঁচট।
তোমার অধর ভেবে আলতো পরশে ছুয়েছি গোলাপের কণ্ঠকিত কলি
সুতীব্র তৃষ্ণার ঘোরে বিদ্ধ হয়েছে, নেশাতুর প্রেমের অঞ্জলি।
মেঘের ক্যানভাসে ঐ তুলো তুলো রঙে যেন তোমাব মুখখানী আঁকা
অপলক অপেক্ষা শেষ ক্লান্ত নেত্রে তবু, নিঃসীমে চেয়ে চেয়ে থাকা।
তুমি আছো ঐ দুরে অনন্ত অবসরে, অষ্ট প্রহরের সীমান্ত ঘেঁষে
চেয়ে রও তারা হয়ে, কখনও বা ফুল হয়ে নিরন্তর মুগ্ধ আবেশে।
Leave a Reply