নিল হাসান
আজও তুমি ঠোঁটের কোণে
মিষ্টি হাসি ঝুলিয়ে রাখো
জিহবার স্পর্শে রাত্রি দুপুর
উপুর করে জলজ আদর মাখো ।
মধ্যরাতে দেহের পরতে পরতে
সুখ জমাতে থাকো
মনের কোণে কাকে যেনো
যত্ন করে লুকিয়ে রাখো ।
সবকিছু ভুলে আবার তুমি
কেন পেছন ফিরে দেখো
সঙ্গোপনে বুকের দ্বার খুলে
কোন সুখের চিহ্ন আঁকো,
পেছনে ফেলে কার স্মৃতি
তুমি কার হয়ে থাকো
কীভাবে যেনো তুমি ভালো থাকো
তবু! তুমি সুন্দর থাকো।
Leave a Reply