ইকবাল হুসাইন তাপস
শ্রাবণের রাত্রি
বৃষ্টিহীন স্তব্দ।
মানবিক মূল্যবোধ বুকে ধ’ রি
এসো উচ্চারণ করি
কিছু মহা শব্দ।
এমন একটি থমথমে
শ্রাবণের রাতে
আমার কনক চাঁপ বেলী
অশান্ত চোখের পাতা মেলি
বারুদের মহা থলি
নিয়ে ছিলো হাতে।
বাঁচায়ে বিশেষে মানবতা
এনে দিলো
ভদাভেদ ভুলি
স্বৈরাচারী মানচিত্র খুলি
একটি সূর্যপ্রতিম স্বাধীনতা!
সোনালী ভোরের
বিছানো লাবণ্য
আবারো মলিন।
নীতি হারা
দুষ্ট দোষে পুষ্ট মানুষেরা
অভিযুক্ত
মানবতা হননের অভিযোগে,
শ্যামল বনানী মগ্নময়,
কেবল মননশীল
কতেক হৃদয়
ভোগে দেখি মানহানি রোগে।
Leave a Reply