নাফিসা খান
রাতের রোশনাই,আলোর সমারোহে ঝলকায় তরুণী,
পসার সাজিয়েছে, ভরা যৌবনে যৌনতার রাঙতায় দোকানী।
অভাবের বিছানায় নগ্ন কাগজের খেলাঘর,
পরিবর্তনের তারতম্যের রাত নিক্তির চিতায় দাগী চাঁদ।
স্বপ্নের ডিঙ্গিগুলো ঘাট ছেড়ে একে একে তলিয়েছে অতল সৈকতে।
বাঁধে বির্সজনের দোকানঘর,
অবশিষ্ট এক বারবণিতা ,নয় সে হেলেনা!
তৃষ্ণার্ত চাতক অনুরাগের আকাশে, আগুন্তুক বিহঙ্গ!
ডুবে যায় সোহাগের স্বাদ হেদুয়ার অলিগলি,
মিছা সাজে বধূবেশ,মর্মে রাখি সহস্র ক্লেশ?
স্বপ্নেরা ফরিয়াদি বিধাতার আদালতে,
বিচারক নিয়তি উপহাস্যে
তকমা সেঁটে দেয়,লা ম্যাকোরিনার!
অবাক তরুণী নারী মাংসের ব্যাপারী?
বাবুদের সখের আদরিনী? মেকআপের প্রলেপে কলঙ্কের কাজলী,
জিঞ্জাসা রেখে যায় মিথিলার শয্যায়!
তবুও কাঁদে ,গ্লানিতে কাঁদে,প্রতি রাত হেদুয়ার ম্যাকোরিনা!
Leave a Reply